Slider Widget

Shibnibas- The Story of Lord Shiva - বাংলার কাশী শিবনিবাস

SUBHASISH_THAKUR_PHOTOGRAPHY

' শিবনিবাস '- নাম টার মধ্যেই লুকিয়ে আছে জায়গাটার মাহাত্ম। শিবনিবাস প্রকৃত অর্থে শিব এর নিবাস। শিবনিবাসের সাথে জড়িয়ে আছে ইতিহাস ও শিবের প্রতি মানুষের ভালোবাসা। বাৎসরিক মেলা হোক বা যেকোনো অনুষ্ঠান, এলাকার মানুষের ভালোবাসা ও ভক্তি সর্বদা বর্তমান। 

SUBHASISH_THAKUR_PHOTOGRAPHY
Shibnibash Temple 

চারিদিকে সবুজে ঘেরা মাঝে শিবনিবাসের মন্দির, আর সবার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শিবনিবাসের রাজ রাজেস্বর এর মন্দির, এলাকায় যার নাম বুড়ো শিবমন্দির। রাজ রাজেস্বর মন্দিরটির এখানে সবচেয়ে বৃহৎ , এই মন্দিরটির উচ্চতা 120 ফুট। সমগ্র উত্তর ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গ এই মন্দিরে বিরাজমান যার উচ্চ্যতা 9 ফুট। মার্চ মাসের ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত এখানে খুব বড় মেলা হয়। যা এলাকায় খুব জনপ্রিয়।

SUBHASISH_THAKUR_PHOTOGRAPHY
Raj Rajeswar Lord Shiva in Shibnibash

নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত শিবনবাস, শিয়ালদহ থেকে গেদে লোকাল ধরলে মাঝদিয়া স্টেশন, তারপর বাস বা অটোরিকশা চেপে অল্প রাস্তায় শিবনিবাস।

Subhasish_thakur_Photography
Beautiful Shiv temple of Shibnibash 

 কথিত আছে যে রাজা কৃষ্ণচন্দ্র নুসরাত খা নামে এক ডাকাত কে দমন করত ও নিজে বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পেতে এই এলাকায় আসেন, এলাকাটি তার খুব ভালো লাগে  1754 বা 1676 শকব্দে এখানে আসেন জায়গাটা তার খুব ভালো লাগে, তিনি এখানে ছুটি কাটানোর জন্য উপযুক্ত স্থান হিসাবে মনে করেন ও রাজা কৃষ্ণচন্দ্র নিজ স্ত্রীর জন্য এই মন্দিরটি নির্মাণ করেন এবং তিনি সাময়িক ভাবে বসবাস এর জন্য রাজভবন নির্মাণ করেন। এলাকার চারিপাশে তিনি পরিখা কেটে নদী আনেন ও এই  এলাকার নাম বদলে শিবনিবাস রাখেন।

Subhasish_thakur_Photography
Bagiswar Temple yard of Shibnibash 

                             আগে এলাকায় মোট 108 টি শিবমন্দির নির্মাণ হয়েছিল তবে বর্তমানে 3 টি মন্দির সবচেয়ে বেশি আকর্ষণের । যার মধ্যে 

1. রাজারাজেস্বর 

2. বাগীশ্বর 

3.রাম সীতার মন্দির। 

Subhasish_thakur_Photography
Shibnibash_Bridge

রাম সীতার মন্দির মনে ভক্তি ভরিয়ে তোলে । কালো পাথরের রামচন্দ্র ও অষ্টধাতুর সীতা মূর্তি এখানে পূজিত হন। শ্রাবন মাসের শেষ রবিবার নবদ্বীপ থাকে পুণ্যার্থী এখানে গঙ্গা জল দিয়ে রাজ রাজেস্বর কে অভিষেক করা হয়। পুণ্যার্থী এই প্রচলিত প্রথার জন্য পায়ে হেটে  42 কিলোমিটার হেঁটে জল ঢালতে আসেন। 

Subhasish_thakur_photography
Bagiswar Shiv in Shibnibash

                  এখানে মন্দির গৃহে প্রচুর টিয়া পাখির বাসা দেখতে পাওয়া যায় । তাছাড়া শিবনিবাস এর অন্যতম জনপ্রিয় আকর্ষণ হলো রেশমের খামার  এছাড়া মন্দিরের খুব কাছেই রয়েছে রেশমের খামার যেখানে ইংরেজ আমল থেকে প্রচলিত পদ্ধতিতে রেশম চাষ হয়ে আসছে 


  • আরো বিস্তারিত জানতে ও 360° Experience এর জন্য click করুন 👉
                     
360
Click Here

Post a Comment

0 Comments